Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

শান্তিরক্ষী হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলার ঘটনায় জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত ও আরও ছয় জন আহত হয়েছেন। এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, বুধবার দেশটির মধ্যাঞ্চলে আগে থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হওয়ার পর অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। টিম্বাকটু অঞ্চলের বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে হামলার এ ঘটনা ঘটে। কারা হামলাটি চালিয়েছে তা পরিষ্কার নয়। রয়টার্স।


আট মাস পর
চীনে প্রায় আট মাস পর করোনাভাইরাসে আবার একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এছাড়া এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। মহামারি শুরু হওয়ার পর কঠোর লকডাউন ও ব্যাপক পরীক্ষার মাধ্যমে করোনা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে রেখেছিল চীন। গত বছর মে মাসের মাঝামাঝি সময় থেকে সেখানে করোনায় আর কারোর মৃত্যু হয়নি। তবে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় বর্তমানে দেশটির উত্তরাঞ্চলে ২ কোটিরও বেশি মানুষ লকডাউনের আওতায় আছে। এর মধ্যে একটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আল-জাজিরা।


দরকার কী?
ভারতে মেয়েরা ১৫ বছর বয়সেই সন্তান প্রসবে (জন্মদান) সক্ষম হলে তাদের আর বিয়ের বয়স বাড়ানোর প্রয়োজন কেন? একটি বিতর্কসভায় এই মন্তব্য করলেন ভারতের মধ্যপ্রদেশের সাবেক কংগ্রেস মন্ত্রী। এ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। সজ্জন সিং বর্মা নামে ওই কংগ্রেস নেতাকে দল থেকে অপসারণের দাবি জানিয়েছে বিজেপি। এ বিষয়ে মধ্যপ্রদেশ রাজ্যে কংগ্রেসের মুখপাত্র ভ‚পেন্দ্র গুপ্তা জানালেন, বিজেপি অকারণে রাজনীতি করছে। ইচ্ছা করে ইস্যু তৈরি করছে। স¤প্রতি নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধ করতে একটি প্রচার অভিযান শুরু করেছে মধ্যপ্রদেশ সরকার। এর উদ্বোধনের দিন একটি বিতর্কসভার আয়োজন করা হয়। আজকাল।


২৩ ভারতীয় 
চীনের জিংট্যাং বন্দরে গত বছরের ১৩ জুন নোঙর করে ভারতের পণ্যবাহী জাহাজ এমভি জগ আনন্দ। তখন থেকেই সেখানে আটকে পড়েছিলেন ২৩ জন ভারতীয় নাবিক। বৃহস্পতিবার ভারতে ফিরছেন তারা। ভারতের নৌ পরিবহনমন্ত্রী টুইট করে জানান, চীনে আটকে থাকা আমাদের নাবিকরা দেশে ফিরছেন। এমভি জগ আনন্দের পাশাপাশি ২০ সেপ্টেম্বর একইভাবে চীনা বন্দরে আটকে পড়েছিল এমভি অনস্তেশিয়ায়া। ওই জাহাজে রয়েছেন ১৬ জন ভারতীয় নাবিক। দুটি জাহাজই মাল খালাসের অপেক্ষায় বন্দরে ঠায় দাঁড়িয়ে থাকলেও চীনের পক্ষ থেকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয় না। সিনহুয়া।


আশাবাদী গনি
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ওই বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ও মোকাবেলা করতে আগ্রহী দুই দেশ। এ বিষয়ে ভারতের জাতীয় উপদেষ্টার সঙ্গে বিশদ আলোচনা করেছেন প্রেসিডেন্ট। ভারত ও আফগানিস্তান যৌথভাবে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে এই মিশনে সফলতা পেতে চায় বলে জানিয়েছেন গনি। দ্য হিন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ