Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাউফলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ, আহত-১০

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৩:৩১ পিএম

বাউফলের নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে রাসেল রাড়ীকে (১৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের (একাংশের) সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাসের সাথে একই ইউনিয়নেয় চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের (একাংশের) সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদারের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৮টার দিকে কামাল বিশ্বাসের কয়েক সমর্থক নগরের হাট গিয়ে শাহজাদা হাওলাদারের কয়েক সমর্থককে গালমন্দ করে। এ নিয়ে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় উভয় পক্ষের ছোডা ইটের আঘাতে রাসেল (১৮), কবির (৩৫), রহমান রাড়ী (৩৫)সহ কমপক্ষে ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ