Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে ট্রাকসহ চোরাই ৬ গরু উদ্ধার আটক ২

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৩:০৮ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকসহ চোরাই ৬ টি গরু উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কাগমারী পাড়া থেকে আন্তজেলা চোর চক্রের ২ সদস্যকে চোরাই গরুসহ একটি ট্রাক আটক করে ভূঞাপুর থানা পুলিশ।
এস আই মাহমুদুল হক জানান, ভোর রাতে টহলরত অবস্থায় ভূঞাপুর টাঙ্গাইল মহাসড়কে কাগমারী পাড়া নামক স্থানে ট্রাক থেকে গরু নামাতে দেখে সন্দেহ হলে ৬ টি গরু ও ট্রাকসহ ২ জনকে আটক করি। এরা হলো ঘাটাইল উপজেলার ডাকিয়া পটল গ্রামের আজমতের ছেলে হাবেল (২২) ট্রাক ড্রাইভার ভূঞাপুর উপজেলার ফসলান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে আলমগীর (৩২)।
ভূঞাপুর থানার অফিসার্স ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, গরুর মালিক কে খোঁজা হচ্ছে। মালিক পেলে আইনি প্রক্রিয়া শেষে গরু হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ