Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শফিক তুহিন-টিনা মোস্তারীর ‘আদর আদর ভালোবাসা’

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শফিক তুহিন। প্রায় এক যুগ আগে গীতিকার হিসেবে শুরু করে এখন তিনি দেশের জনপ্রিয় শিল্পী-সুরকার পদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গান লেখার জন্য পেয়েছেন সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। অন্যদিকে টিনা মোস্তারী চলতি সময়ের দারুণ সম্ভাবনাময়ী শিল্পী। ২০১৪ সালে জুলফিকার রাসেলের কথায় তার প্রথম একক ‘আজ কি বৃষ্টি হবে’ দিয়ে বেশ সামাদর পান শ্রোতা-সমালোচকদের কাছ থেকে। এরপর ছুটছেন তীর গতিতে। সংগীতের এই দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী এবারই প্রথম একটি দ্বৈত গানের অ্যালবাম করলেন। আসছে ভালোবাসা দিবসকে লক্ষ্য করে তৈরি এ অ্যালবামের নাম ‘আদর আদর ভালোবাসা’। আটটি রোমান্টিক গানের কথা দিয়ে সাজানো এ অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন জেকে মজলিস ও রাফি (বন্ধু গানটি)। গান লিখেছেন জুলফিকার রাসেল, শফিক তুহিন, সোমেশ্বর অলি এবং আবু সায়েম চৌধুরী। ‘আদর আদর ভালোবাসা’ অ্যালবামটি শিগগিরই প্রকাশ পাচ্ছে সাউন্ডটেক এর ব্যানারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শফিক তুহিন-টিনা মোস্তারীর ‘আদর আদর ভালোবাসা’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ