বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হত্যাকান্ডের ৭ দিনের মাথায় ব্যবসায়ী ফরিদুল হত্যার রহস্য উদঘাটন ও এর সাথে জড়িত ৫ আসামিকে গ্রেফতার করেছে বগুড়ার শেরপুর থানার পুলিশ। গতকাল বুধবার এই ঘটনার ব্যাপারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা সাংবাদিকদের কাছে ওই তথ্য উপস্থাপন করেন ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, জমি জমা ও টাকা সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ জানুয়ারী নিজ বাড়িতে খুন হন শেরপুর উপজেলার ইটালী মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী ফরিদুল ইসলাম। হত্যাকান্ডের সময় ফরিদুলের স্ত্রী ঢাকায় থাকায় ঘাতকেরা একা পেয়ে তাকে কুপিয়ে জখম করে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ঘটনার পরদিন নিহতের স্ত্রী ফরিদুল শেরপুর থানায় নিজে বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশী তদন্ত শুরু হয়। তদন্তকালে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের একজন পুলিশের তথ্য প্রযুক্তির জালে আটকাপড়ে ঘটনার আদ্যপান্ত খুলে বলে। এতে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শেরপুরের হলদিবাড়ি আটাপাড়া গ্রামের ওমর ফারুক, নিহত ফরিদুলের সৎ শ্যালক ফারুক আহম্মেদ, নিহতের ভাতিজা একই গ্রামের জিয়াউর রহমান জিয়া, ফরিদুলের ভাই ও তার স্ত্রী শাপলা খাতুন এবং চাচা আব্দুর রাজ্জাক।
নিহত ফরিদুলের সাথে তার ভাই ও চাচার সাথে পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধ এবং সৎ শ্যালকের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। বিরোধের জেরেই ঘাতকরা একত্রিত হয়ে ফরিদুলকে দুনিয়া থেকে সরাবার মিশন নিয়ে হত্যাকান্ড সংঘটিত করে বলে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলেও জানান পুলিশ সুপার ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।