Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রবিসহ কয়েকটি কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

শেয়ারবাজারে সম্প্রতি তালিকাভুক্ত হওয়া রবি আজিয়াটাসহ অন্যান্য কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্তের জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে যেসব কোম্পানির অস্বাভাবিক দর হ্রাস পেয়েছে, তারও তদন্ত করতে বলা হয়েছে।

গতকাল বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ শামসুর রহমান সাক্ষরিত এক চিঠি উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ৩০ কার্যদিবসের মধ্যে যেসব কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশ বেড়েছে বা কমেছে, এর পেছনে কোনো কারসাজি রয়েছে কি-না, তা খতিয়ে দেখতে।

দেখা গেছে, গত ২৪ ডিসেম্বর ১০ টাকা ইস্যু মূল্যের রবি আজিয়াটার শেয়ার লেনদেন শুরু হয়। যা ১ মাসেরও কম সময়ের ব্যবধানে গত মঙ্গলবার ৬৩ দশমিক ২০ টাকায় উঠে এসেছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৩ দশমিক ২০ টাকা বা ৫৩২ শতাংশ। বিএসইসির ওই চিঠিতে গত ১ মাসে যেসব কোম্পানির গড় লেনদেনের পরিমাণ আগের ৬ মাসের গড় লেনদেনের চেয়ে ৫ গুণের বেশি বেড়েছে, যেসব কোম্পানির বার্ষিক বা প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশের বেশি উত্থান-পতন ঘটেছে, মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশের আগের ১০ কার্যদিবসে যেসব কোম্পানির দাম ও লেনদেন ৩০ শতাংশের কম-বেশি হয়েছে, সেসব কোম্পানির বিষয়েও তদন্ত করতে বলা হয়েছে।
তদন্ত শেষে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ