Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আজ সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ’র জন্মদিন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আজ সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ’র জন্মদিন। জন্মদিন উপলক্ষে ধ্রুব বলেন, ‘জন্মদিনে প্রথমেই স্মরণ করছি ঈশ্বরকে। তারপর আমার পরম শ্রদ্ধেয় বাবা-মাকে। কারণ, তাদের জন্যই এই সুন্দর পৃথিবীতে আমি আজকের ধ্রুব। তাদের প্রতি যেন আমার দায়িত্ব-কর্তব্য সব সময় পালন করতে পারি। এই আশীর্বাদই চাই সবার কাছে। আমি যেন দেশের গানপিয়াসী মানুষের জন্য আরো ভালো ভালো গান অনায়াসে করে যেতে পারি, এটাই আমার চাওয়া।’ উল্লেখ্য ‘শুধু তোমার জন্য’ এবং ‘যে পাখি ঘর বোঝে না’ এই দুই গান দিয়ে তারকাখ্যাতি পেয়েছেন সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। এর পর ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গান এবং দৃষ্টিনন্দন ভিডিওর মাধ্যমে শ্রোতা-দর্শকের মনে জায়গা করে নেন। শিঘ্রই ‘দাগা’ শিরোনামে আরো একটি নতুন গান প্রকাশ করবেন। উল্লেখ্য, ধ্রুব গুহ প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার। তার প্রতিষ্ঠান থেকে দেশের প্রখ্যাত শিল্পীর পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের গান প্রকাশিত হয়ে থাকে। বাংলা গানের পৃষ্ঠপোষকতায় তার প্রতিষ্ঠান অবদান রেখে চলেছে। নতুন প্রতিভার সন্ধানে এ প্রতিষ্ঠান থেকে ‘অমার গান’ শিরোনামে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন সঙ্গীত প্রতিভা বের হয়ে এসেছে। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে ধ্রুব গুহকে শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধ্রুব-গুহ’র-জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ