প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০২০ সালেই রুদ্রনীল ঘোষের পরিচালনায় অভিষেক হবার কথা ছিল। বলাই বাহুল্য করোনা মহামারীর কারণে তা আর হয়ে ওঠেনি। তবে এই বছর তিন পরিচালকের হ্যাট মাথায় দিচ্ছেন নিশ্চিত করে। আর তা ঘটবে দুর্গা পূজার আগেই। রুদ্রনীল এই প্রসঙ্গে বলেন : “২০২০ সালেই আমার পরিচালনা শুরুর কথা ছিল, কিন্তু প্যানডেমিকের কারণে সব এলোমেলো হয়ে গেল। এখন যেহেতু সব ধীরে ধীরে ঠিক হয়ে আসছে , আমি আমার ফিল্মটি পরিচালনা শুরু করার পরিকল্পনা করছি।” তার চলচ্চিত্রের কাহিনীর ব্যাপারে তিনি বলেন, “আমি কাহিনী প্রকাশ করব না, তবে এটি এক মানুষের বেঁচে থাকার সংগ্রাম। এটি আপনার আমার মত একজন মানুষের, আর আমাদের প্রাত্যহিক সংগ্রামের গল্প। আমি এই ফিল্মে অভিনয় করব না। আমি দক্ষ একজন অভিনেতাকে নিতে চাই কারণ এর জন্য এমনই একজন অভিনেতা দরকার। আমি আসলে এমন একজন অভিনেতাকে চাইছি যে স্বকীয়তা বজায় রাখবে ক্যামেরার সামনে যার অভিনয়ের প্রয়োজনই নেই,” অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন। তিনি ‘ময়দান’ ফিল্মের শুটিংয়ে অংশ নেবার জন্য ফেব্রুয়ারিতে মুম্বাই যাবেন। রুদ্রনীল শ্রীমন্ত সেনগুপ্ত’র ‘বছর কুড়ি পর’ চলচ্চিত্রে কাজ করবেন: তার সঙ্গে থাকবেন আবীর চ্যাটার্জী, তনুশ্রী চক্রবর্তী এবং অর্পিতা। “এর কাহিনী বন্ধুত্ব নিয়ে যেখানে বয়স কোনও বাধা নয়,” অভিনেতা বলেন। এছাড়াও তিনি অতনু ঘোষের আগামী ফিল্মে কাজ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।