Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সিরিয়ার পূর্বাঞ্চলে অস্ত্রভাণ্ডার ও সামরিক অবস্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে সাত সিরীয় ও ১৬ মিত্রযোদ্ধা নিহত হয়েছে। ২০১৮ সালের পরে সিরিয়ায় এটিই ইসরাইলের সবচেয়ে প্রাণঘাতী হামলা। সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে। খবরে বলা হয়, ইসরাইলি বিমান বাহিনী পূর্বাঞ্চলীয় শহর দেইর আজজর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমির বিস্তৃত এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮টির বেশি হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে মিত্রযোদ্ধাদের জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি। অঞ্চলটি লেবানিজ হিজবুল্লাহ আন্দোলন ও ফাতিমিদ ব্রিগেড পরিচালনা করে। যাদের সঙ্গে ইরানপন্থী আফগান যোদ্ধারাও রয়েছে। এ হামলায় এছাড়াও ২৮ যোদ্ধা ও মিলিশিয়া আহত হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ