মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই দুই দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমারে অবস্থান করছেন। সফরকালে দুই দেশের সীমান্তে ঝুঁকিপূর্ণ অংশগুলোতে স্থায়ী বেড়া সরিয়ে নেয়ার বিষয়টি মূল আলোচ্য বিষয় হতে পারে জানিয়েছে ইকনোমিক টাইমস। মিয়ামমার সরকারের মুখপাত্র ইউ যাও বলেন, দুই দেশের মধ্যে একটি সীমান্ত চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সীমান্তের উভয় পাশের ১০ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। ইকনোমিক টাইমস বলছে, চলতি মাসে মিয়ানমার ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে অস্থায়ী বেড়া নিয়ে আলোচনায় বসবে। ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে থাকা চীনের স্থায়ী বেড়াগুলো সরিয়ে নেয়ার শর্ত দিয়েছে মিয়ানমার। ওই পয়েন্টগুলোতে শুধু অস্থায়ী বেড়া রাখতে রাজি আছে মিয়ানমার বলে জানা গেছে। রাজনৈতিক বিশেষজ্ঞ ইউ থান সই নাইং বলেন, চীন একটি সুপার পাওয়ার, যার কারণে আশপাশের দেশগুলোতে তারা সবসময় একটি চাপ তৈরি করে রাখে। ইকনোমিক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।