Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্থায়ী মর্গ নির্মাণ চলছে যুক্তরাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

করোনার দ্বিতীয় দফায় ঢেউয়ে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। স্থানীয় হাসপাতালের মর্গগুলোতে মৃতদেহ রাখার মতো স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ হাসপাতালগুলোতে অস্থায়ী মর্গ নির্মাণ শুরু করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা জানিয়েছে, লন্ডনের দক্ষিণের এলাকা সুরির হাসপাতালের মর্গে ৬০০ মৃতদেহ রাখা যেত। এই মর্গটি এখন পূর্ণ। এর মানে হচ্ছে, স্থানীয় কর্তৃপক্ষকে এখন অস্থায়ী মর্গ তৈরি করতে হবে। সুরি রেজিলেন্স ফোরামের এক মুখপাত্র বলেছেন, ‘দুঃখজনকভাবে যেসব রোগী মারা গেছেন তাদের দেহ ওয়ার্ডে ফেলে রাখা এড়াতে কিংবা আমরা বিদেশে বারান্দায় লাখ ফেলে রাখার যে দৃশ্য দেখেছি তা এড়াতে মর্গ ধারণক্ষমতার সীমা অতিক্রম করার পর তারা অস্থায়ী মর্গের জন্য এবং লাশ সংগ্রহের জন্য যোগাযোগ করেছে।’ লেদারহিডে প্রতিরক্ষা দপ্তরের এই প্রাক্তন কর্মকর্তা জানান, বর্তমানে প্রায় ১৭০টি লাশ হিডলে কোর্টে রাখা হয়েছে। একই ধরনের মর্গ লন্ডন, কেন্ট ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে। যুক্তরাজ্যে করোনায় এ পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্বে করোনায় মৃতের তালিকায় দেশটির অবস্থান এখন পঞ্চম। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ