Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘থর : র‌্যাগনারক’ কাস্টে যোগ দেবেন বেনেডিক্ট কাম্বারব্যাচ

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ক্রিস হেমসওয়ার্থকে কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে ‘থর’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র ‘থর : র‌্যাগনারক’-এর অভিনয়শিল্পী দরে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ।
আভাস পাওয়া গেছে ‘শার্লক’ তারকাটি আসন্ন ‘ডক্টর স্ট্রেঞ্জ’ চলচ্চিত্রের ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ চরিত্রটি নিয়ে আগামী ‘থর’ পর্বে হেমসওয়ার্থ, টম হিডলস্টন এবং মার্ক রাফেলোর সঙ্গে যোগ দেবেন।
অস্ট্রেলিয়াতে চলচ্চিত্রটি সেটের ছবি থেকে এই আভাস পাওয়া গেছে।
ছবিতে দেখা যায় হেমসওয়ার্থ সাধারণ পোশাকে ‘১৭৭ এ বিøকার স্ট্রিট’ লেখা একটি বিজনেস কার্ড ধরে আছে। এটি আসলে নিউ ইয়র্কে ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের ঠিকানা। এক ভক্ত ছবিটি টুইটারে আপলোড করে এবং পরে পরিচালক তাইকা ওয়াইটিটি সেটি রিটুইট করেন।
‘থর : র‌্যাগনারক’ চলচ্চিত্রটিতে কাম্বারব্যাচ অভিনয় করবেন এমন কোনও নিশ্চয়তা অবশ্য এখনও পাওয়া যায়নি। রবার্ট ডাউনি জুনিয়র চলচ্চিত্রটিতে আয়রন ম্যানের ভূমিকায় থাকবেন এমন গুজবও শোনা যাচ্ছে। হিডলস্টন, হেমসওয়ার্থ আর রাফেলো ছাড়াও চলচ্চিত্রটিতে আছেন ইড্রিস এলবা, অ্যান্থনি হপকিন্স, কেইট বøানচেট, জেফ গোল্ডবøাম এবং কার্ল আরবান।
‘থর : র‌্যাগনারক’ ২০১৭’র ৩ নভেম্বর মুক্তি পাবে। ‘ডক্টর স্ট্রেঞ্জ’ মুক্তি পাবে এই বছরের ৪ নভেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘থর : র‌্যাগনারক’ কাস্টে যোগ দেবেন বেনেডিক্ট কাম্বারব্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ