Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো ধর্মই মন্দ কাজে উৎসাহিত করে না : আন্তঃধর্মীয় সম্প্রীতি আলোচনা সভায় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ধর্ম মানেই শান্তি, ধর্ম মানেই সম্প্রীতি। কোনো ধর্মই মানুষকে মন্দ কাজ করতে উৎসাহিত করে না। মানুষ ধর্ম পালনের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখে। কোনো ধর্মই মানুষকে উগ্রতার দিকে ঠেলে দেয় না। সাম্প্রদায়িকতা মনুষ্য সৃষ্টি। বিশে^ যত সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, তার জন্য স্বার্থন্বেষী মানুষের আগ্রসী মনোভাবই দায়ি।

সম্প্রতি অনলাইনে “আন্ত:ধর্মীয় সম্প্রীতি” শীর্ষক বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। উক্ত আলোচনা সভায় ঢাকা বিশ^বিদ্যালয়ের পালি ও বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। কবি ও সাংবাদিক জাহিদ আবেদীনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমরবিদ কর্নেল (অব.) আশরাফ আল দীন, লেখক গবেষক এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে নেতৃবৃন্দ আন্ত:ধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নিজ নিজ ধর্ম পালনের আহŸান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ