নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাস পরবর্তী সময়ে ‘পজিটিভ’ এবং ‘নেগেটিভ’ দু’টি শব্দ বেশ প্রচলিত। সাধারনত পজিটিভ দ্বারা ভালো কিছুর আভাস ধরে নিলেও এক্ষেত্রে উল্টো। নেগেটিভ মানেই শঙ্কামুক্ত। ঢাকা পৌঁছেই করোনা পরীক্ষার নমুনা দিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দলকে। গতকাল করোনা পরীক্ষার ফল হাতে পেয়েছে ক্যারিবীয়রা। সফরের প্রথম পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই করোনা ‘নেগেটিভ’ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে, ‘আমাদের দলের সবাই সুস্থ আছে। সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমাদের দ্বিতীয় পরীক্ষা হবে আগামীকাল (বৃহস্পতিবার)। আশা করছি এদিন থেকেই আমরা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারব। তবে বিষয়টি এখনও চ‚ড়ান্ত নয়।’
ওয়েস্ট ইন্ডিজ দল হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে আছে। তাদের দ্বিতীয় করোনা পরীক্ষা গতকাল হওয়ার কথা থাকলেও তা দু’দিন পেছানো হয়েছে। সেদিন থেকেই নিজেদের মধ্যে অনুশীলন শুরু করার কথা সফরকারীদের। টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রায় ৪০ জনের বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবীয়রা।
আগামী ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-উইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রæয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন বø্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোসলে, বীরসাম্মি পারমল, কেমার রোচ, রেমন রেফার ও জমেল ওয়ারিকান।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড : জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, জাহার হ্যামিল্টন, কেমার হোল্ডার, আকেল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রেফার, কিয়োন হার্ডিং ও হেডেন ওয়ালশ জুনিয়র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।