বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের কমলনগরে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, হাজিরহাট হামেদিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, শফিক উদ্দিন, কমলনগর প্রেসক্লাব সভাপতি এম এ মজিদ সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু প্রমুখসহ শিক্ষক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা রামগতি-কমলনগরে মেঘনার ভাঙন রোধ, অবৈধ দখল,বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকরে হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মো.আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুরের সকল উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।