বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাকরি প্রত্যাশী সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনে তালা দিয়ে রাতভর অবস্থান করে। মঙ্গলবার ভোরেও তারা অবস্থান থেকে সরে যায়নি।
সোমবার (১১ জানুয়ারি) রাতে চাকরি প্রত্যাশী এসব সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মী উপাচার্য এম আব্দুস সোবহানকে নিজ বাসভবনকে তালাবদ্ধ করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার অফিস চলাকালে জালাল নামের একজনকে সেকশন অফিসার পদে এডহক নিয়োগ দেয়। এর পর থেকে অন্যান্য চাকরি প্রার্থীরা সন্ধ্যার পর থেকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন। তারপর রাত সাড়ে ৯টায় তালাবদ্ধ করেন।
প্রতিবাদী চাকরি প্রত্যাশী প্রায় ৩০ জন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাতভর তারা সেখানেই কাটান৷
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, আমরা জানতে পেরেছি এডহকে একজনের চাকরি হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের কেন চাকরি হচ্ছে না, সেটিই আমরা জানতে চাই।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একজন প্রতিবন্ধী ছেলেকে চাকরি দেওয়ার জন্য একটি চিঠি আসে। যেহেতু নিয়োগ বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে৷ তাই আমি বিষয়টি শিক্ষা সচিবকে জানিয়েছি। তিনি নিয়োগ দিতে বলেছেন।
একজন প্রার্থী জানান, আমাদেরকে ২০১৭ সাল থেকে উপাচার্য আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু চাকরি হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।