রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের মোস্তাফা মিয়া (৫৫) নামে এক ইটের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের লোকজন ইট দিয়ে মোস্তফা মিয়ার মাথা থেতলে দেয়। নিহত মোস্তফা মিয়া ওই এলাকার মৃত মাওলানা হবুলের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিষর্শক (এসআই) জোবায়ের হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে নোয়াপাড়া এলাকায় পারিবারিক বিষয়াদি নিয়ে দুই ভাই আজমীর মিয়ার সঙ্গে সাদেক মিয়ার ঝগড়ার সৃষ্টি হয়। এ সময় সাদেক মিয়া তার ভাই আজমীর মিয়াকে পিটিয়ে আহত করে। পরে সাদেক মিয়া ও আজমীর মিয়ার বোন জামাই জামাল মিয়া এসে মারপিটের প্রতিবাদ করেন এবং এসব ঝগড়া-ঝাটি বন্ধ করতে বলেন। এ সময় শ্যালক সাদেক মিয়া ক্ষিপ্ত হয়ে বোন জামাই জামালকেও পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ভাইকে পিটিয়ে আহত করায় জামাল মিয়ার বড় ভাই মোস্তফা মিয়া প্রতিবাদ করেন এবং মারপিট থামানোর চেষ্টা করেন। এসময় সাদেক, বাবুলসহ তাদের লোকজন ইট দিয়ে মোস্তফা মিয়ার মাথা থেতলে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।