Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মোকতারের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর শিরোটোলা গ্রামের দরিদ্র ভ্যানচালক মোকতার হোসেন (৪০) কোলন ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় আহ্সানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আহসান সামীরের অধীনে গত ৬ মাসে ৫টি কেমোথেরাপি শেষ করে অপারেশন করা হয়। বর্তমানে ক্যান্সারের জীবাণু শরীরে ছড়িয়ে পড়েছে তাই আরও ৬টি কেমো দেয়া জরুরি বলে ডাক্তার জানান। প্রতিটি কেমো ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। এই চিকিৎসা নিতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন।
৩ সন্তানের জনক মোকতার। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ ও স্ত্রী-মা-বাবাসহ সাত জনের ভরণপোষণের খরচ জোগাতেই হিমশিম খেতে হয়। তার ওপর দীর্ঘদিন চিকিৎসা খরচ মাথার ওপর কঠিন বোঝা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার কোন অবস্থা তার ও তার পরিবারের নেই। এমতাবস্থায় বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মোঃ মোকতার হোসেন
সঞ্চয়ী হিসাব নম্বর-১১৬০৩
ইসলামী ব্যাংক লি.
রহনপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইল : ০১৭৮৮-৮৫৭১৯৫ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোকতারের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ