Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তুরস্কের রাষ্ট্রদূতের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। পরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের সাথে ছিরেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল শিল্পপতি সালাহউদ্দিন কাসেম খান।
রাষ্ট্রদূত বন্দরের সামগ্রিক কর্মকান্ডের প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি আগামী মার্চে মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সফর করবেন বলেও জানান। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন মুস্তাফা ওসমান তুরান।
রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, তুর্কি বিনিয়োগকারীরা বাংলাদেশের রেল এবং রোড কানেক্টিভিটিসহ ঢাকাভিত্তিক কন্টেনার ডিপো নির্মাণে বিনিয়োগ করতে পারে। ভবিষ্যতে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরেও বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় বন্দরের সদস্য মো. জাফর আলম, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মমিনুর রশিদ, সচিব মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন।
চিটাগাং চেম্বারে মতবিনিময় তুরস্ক রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সাথে মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূত চট্টগ্রামে এলপিজি খাতে একশ’ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানান। এক্ষেত্রে চিটাগাং চেম্বারের সহযোগিতা কামনা করেন। এ সময় চেম্বার নেতৃবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ