Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত বাবলু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ৮:৩২ পিএম

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সুরঞ্জিত সরকার বাবলুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ১১ জানুয়ারী বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার এ ঘোষণা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, ৩য় ধাপের পৌরসভা নির্বাচনে তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতার জন্য সুরঞ্জিত সরকার বাবলু ও কামরুজ্জান মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু কামরুজ্জান তার প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে এই ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় সুরঞ্জিত সরকার বাবলুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার জানান, যেহেতু ওই ওয়ার্ডে আর কোন প্রার্থী নাই, তাই নির্বাচনী বিধান অনুযায়ী জনাব সুরঞ্জিত সরকার বাবলুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ