Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিডার-ম্যাসেঞ্জার পদে চাকরির চুক্তি নবায়নে অনিশ্চয়তা

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা

মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে দীর্ঘদিন ধরে সারাদেশের মতো পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ চুক্তিভিত্তিক নিয়োগে মোট ১৫৪ জন কর্মরত ছিলেন। কিন্তু হঠাৎ করেই এই চুক্তি নবায়ন বন্ধ হওয়ায় পবিস-১ এ কর্মরত ১৫৪ জন ব্যাক্তির চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এই সকল কর্মচারীদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। পবিস-১ এ কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের সাথে কথা বলে জানা গেছে, ৩ বছর মেয়াদে মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিলে সারা দেশে ১২ হাজার কর্মচারীর সাথে পবিস-১ এ ১৫৪ জন নিয়োগ পান। প্রতি ৩ বছর পর পর ৯ বছর পর্যন্ত এই চুক্তির মেয়াদ নবায়নের কথাও বলা হয় নিয়োগপত্রে। কিন্তু অনেক কর্মচারীর চুক্তির মেয়াদ শেষ হলে শুরু হয় বিপত্তি। নতুন করে এই সকল কর্মচারীর চুক্তি আর নবায়ন হবে কিনা এই নিয়ে কর্তা ব্যক্তিরা টালবাহানা শুরু করেন। ফলে ১৫৪ কর্মচারী চুক্তি নবায়ন নিয়ে পরেছেন বিপাকে। আদৌও তাদের চুক্তি নবায়ন হবে কিনা সেই শঙ্কায় দিন যাপন করছে কর্মচারী ও তাদের পরিবার। এদিকে এই চুক্তি নবায়ন না হলে পবিস-১ এর দেড় শতাধিক কর্মচারী হয়ে পড়বে বেকার। চাটমোহরে কর্মরত কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আশপাশের পল্লী বিদ্যুৎ অফিসে চুক্তি নবায়ন করা হলেও অজ্ঞাত কারণে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ এই চুক্তি নবায়ন করা হচ্ছে না। এ পর্যন্ত একাধিকবার পবিস-১ এর কর্তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন সদুত্তর দিতে পারছেন না চুক্তি নবায়নের। এ ব্যাপারে পবিস-১ এর জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার আলী প্রিন্স বলেন, আশপাশের কয়েকটি পল্লী বিদ্যুৎ অফিসে চুক্তি নবায়ন হয়েছে বলে আমি শুনেছি। আমরা চেয়ারম্যান বরাবর লিখিত চিঠি প্রেরণ করেছি। চিঠির উত্তর পাওয়ার পরেই আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিডার-ম্যাসেঞ্জার পদে চাকরির চুক্তি নবায়নে অনিশ্চয়তা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ