Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে রাশিয়ার বঙ্গবন্ধু পরিষদ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ৫:৪১ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে রাশিয়ার বঙ্গবন্ধু পরিষদ। রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন একুশে পদক প্রাপ্ত লেখক, গবেষক ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। এছাড়া, পরিষদের অন্যান্য সদস্যরাও যুক্ত ছিলেন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং তাঁর কর্ম ও জীবনের উপর আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের একটি দল দেশাত্ববধক গান পরিবেশন করেন। অংশগ্রহণকারী সকলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অঙ্গিকার করেন। সোমবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ