রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরের সালথায় ডালিম (৪০) নামে এক কুখ্যাত ডাকাতকে ঢাকা থেকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। ডালিম উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের মৃত আলেক মাতুব্বারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক ডাকাতি ছিনতাইয়ের মামলা রয়েছে। জানা যায়, ২০১৪ সালের ২১ জুলাই রাতের আঁধারে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের মোটরসাইকেল চালক নজরুল ইসলাম পার্শ্ববর্তী রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদি-বাহিরদিয়া ইটের রাস্তায় ডাকাতদের হাতে খুন হয়। এ খুনের ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে সালথা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার পর কিছু আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে পুলিশের তদন্তে হত্যার সাথে জড়িত ডাকাত ডালিমের নাম বেরিয়ে আসে। এরপর সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ সামচুল হক পিপিএম এবং সালথা থানার অফিসার ইনচার্জ ডী.এম বেলায়েত হোসেনের সার্বিক সহযোগিতায় এসআই মোঃ জিল্লুর রহমান মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে গত ২১ আগস্ট সন্ধ্যায় ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে ডালিমকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর ২৪ আগস্ট ফরিদপুর বিজ্ঞ আদালতে ডালিমকে হাজির করলে, সে নিজেকে হত্যাকা-ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পুলিশ আরো জানায়, ডালিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ বোয়ালমারী ও সালথা থানায় একাধিক মামলা আছে। এছাড়া ডালিমের নামে উক্ত দুই থানায় ৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।