Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রেনের ধাক্কায় পীরগঞ্জে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১:১৬ পিএম

রেলক্রসিং পার হওয়ার সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা জজ আদালতের জারিকারক রুহুল আমিন ও আব্দুস সেবামানের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার টিকার দুজন সরকারি কাজে পীরগঞ্জ গিয়েছিলেন বলে জানা গেছে।

রুহুল আমিন সদর উপজেলার সালের দেওয়াও গ্রামের মৃত ফয়সাল আমিনের এবং আসুস সেবাহান আকচা কাজীপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। দুজনের মধ্যে আব্দুস সামাদ সদ্য অবসরপ্রাপ্ত বলে জানা গেছে।

পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস পীরগঞ্জ স্টেশনের পৌঁছার আগেই রেল ক্রসিং পারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বাদল ইসলাম জানান, সকালে হালকা কুয়াশা ছিল। ট্রেন যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী পার হচ্ছিলেন। এ সময় ধাক্কা লাগলে ওই দুজন প্রাণ হারায়।

স্থানীয় বাসিন্দা আকতারুল ইসলাম জানান, এই রেল ক্রসিং-এ কোনো গেটম্যান নাই। সব সময় ফাঁকা থাকে। গেটম্যান বা ট্রেন যাওয়ার সময় এখানে দায়িত্বরত লোক থাকলে এমন ঘটনা ঘটত না বলে জানান তিনি।

দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে বলে জানান পীরগঞ্জ স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ