মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাবরিজিও সোকারসির প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯।
ভ্যাটিকানের সংবাদপত্র এল’ওসেরভাতুরে রোমানো শনিবার জানিয়েছে, কভিড সংক্রান্ত জটিলতার কারণে ৭৮ বছর বয়সী সোকারসির মৃত্যু হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে পোপ তাকে চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।
তিনি ২৬ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার অনকোলজিকাল রোগ ছিল। রোগটির চিকিৎসা নেয়ার দিনগুলোতে ঠিক কখন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট নয়।
পোপের সঙ্গে তার সর্বশেষ কবে সরাসরি সাক্ষাৎ হয়েছিল তা জানা যায়নি।
পোপ একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে রোববার রাতে জানিয়েছেন, ভ্যাটিকানে কয়েক সপ্তাহের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু হবে। তিনি নিজেও টিকা নেবেন বলে জানিয়েছেন।
২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান। মহামারীর এই দিনগুলোতে বিভিন্ন উৎসবে একা-একা প্রার্থনা করতে দেখা গেছে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।