Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেগা সিরিয়ালকে মনামী ঘোষ যে জন্য ‘না’ বলেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বলার অপেক্ষা রাখে না ২০২০ সালটির প্রায় সবার জন্য খুব সদয় ছিল না। তবে মানুষ সব সময় তো আশা নিয়ে বাস করে, তাই ২০২১ সাল শুরু হয়েছে আশা আর সম্ভাবনা নিয়ে। অনেকের মত পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষও এই বছরটিকে বিশেষত্ব দিতে চান, ক্যারিয়ারের জন্য অর্থপূর্ণ করতে চান। নতুন পরিকল্পনা নিয়ে এগোবেন তিনি। এই বছর তিনি কোনও মেগা সিরিয়ালে অভিনয় করবেন না, এমনই ঠিক করেছেন; আর শুধু চলচ্চিত্রে আর নাচের অনুষ্ঠানে মনোনিবেশ করবেন। “আমি বস্তুনিষ্ঠ চলচ্চিত্রের অংশ হতে চাই। বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও হয়েছে, তবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি,” মনামী বলেন। তিনি জানিয়েছেন নাচের রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করতে খুব বেশি সময় দিতে হয় না, তাই তিনি এমন রিয়েলিটি শোকে সায় দিয়েছেন। “ আর অবশ্যই মিঠুনদা আর দেবের সঙ্গে পর্দা শেয়ার করা আমার জন্য বড় সম্মানের,” তিনি বলেন। দুই অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং দেবকে সহবিচারকের আসনে মনামী ঘোষকে ১৬ জানুয়ারি থেকে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর দ্বিতীয় মৌসুমে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনামী-ঘোষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ