প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কোভিড-১৯ সংশ্লিষ্ট অচলাবস্থা কাটিয়ে সারা দুনিয়ায় শুটিং শুরু হয়ে গেছে, হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেলও শুটিংয়ে অংশ নেয়া শুরু করে দিয়েছেন। কাজে ফেরার আনন্দ প্রকাশ করতে গিয়ে তিনি আভাস দিয়েছেন তার অভিনয়ে সুপারহিরো ফিল্ম ‘ব্লাডশট’-এর সিকুয়েলে ফিরতে পারেন তিনি। ইনস্টাগ্রামে তিনি উড়োজাহাজে উড্ডয়নরত অবস্থার একটি ছবি পোস্ট করেছেন তিনি; সম্ভবত তিনি এই অবস্থায় তার আগামী কোনও ফিল্মের লোকেশনের খোঁজ করছিলেন। তিনি ক্যাপশনে লিখেছেন : “ ২০২১-এর সম্ভাবনা অসীম- ফিল্মিংয়ে ফিরতে পেরে রোমাঞ্চিত। ‘ব্লাডশট’ আর ‘রিডিক’-এর লোকেশন খুঁজছি।” গত বছর সুপার সোলজার রে’র ভূমিকায় সুপারহিরো ফিল্ম ‘ব্লাডশট’-এ ডিজেলকে দেখা গেছে। ডেইভ উইলসনের পরিচালনায় রে এমন এক মানুষ যাকে মৃত্যুর পর ন্যানোটেকনোলজির সাহায্য নিয়ে প্রাণ দেয়া হয়। মুক্তির নয় মাস পর অভিনেতা ফিল্মটির সিকুয়েলের কথা জানালেন। “দারুণ খবর জানালাম- দারুণ সপ্তাহ কাটালাম! ‘ব্লাডশট’ আসছে,” তিনি লিখেছেন। ‘ব্লাডশট’ এমন এক সময় মুক্তি পায় যখন করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বের অধিকাংশ থিয়েটার বন্ধ হয়ে গেছে বা হবার পথে। এতে ফিল্মটি বাণিজ্যিকভাবে সুবিধা করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।