Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

উধাও মেলানিয়া
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে বুধবারের দাঙ্গার পর থেকে নিখোঁজ হয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ১ জানুয়ারি থেকে তাকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। তারপর ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের সিনেট ভবনে হামলা এবং পাঁচজন নিহত হওয়ার পর থেকে উধাও তিনি। সর্বশেষ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মেলানিয়া। সেই টুইটে তিনি লিখেন,‘সবাইকে শুভ নববর্ষ! ২০২১ সালের পুরো বছরটি আনন্দ, সুস্বাস্থ্য ও শান্তির আশীর্বাদে ভরে উঠুক।’ ১ জানুয়ারি সর্বশেষ অনলাইনে দেখা যায় তাকে। মিরর।


আগুনে আহত আট
পাকিস্তানের বন্দর নগরী করাচিতে রাসায়নিক কারখানায় অগ্নিকাÐের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারাখানা ভবনের ভেতরে এখনো অনেক মানুষ আটকে আছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সেখানে সাতটি ইঞ্জিন কাজ করছে। করাচির পানি উন্নয়ন বোর্ড শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগুনে পাশের ভবনগুলোর ক্ষতি ঠেকােনোর ব্যাপারে চেষ্টা চলছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো সঠিকভাবে কোনো কারণ জানতে পারেনি কর্তৃপক্ষ। খালিজ টাইমস।


চিলিতে ভ‚মিকম্প
দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের দেশ চিলিতে শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির ইকিকি শহরের কাছে ভ‚মিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভ‚মিকম্পটির মাত্রা ছিল ৬। ওই ভ‚মিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কীনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ভ‚তাত্তি¡ক জরিপ জানিয়েছে, ভ‚মিকম্পটির উপকেন্দ্র ছিল ইকিকি থেকে ৫৫৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভ‚মিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। রয়টার্স।


স্বেচ্ছাসেবকের মৃত্যু
করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে অংশ নেওয়ার ১০ দিন পর মৃত্যু হয়েছে ভারতের ভোপালের এক স্বেচ্ছাসেবকের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, দীপক মারয়াই নামে ৪২ বছরের ওই ব্যক্তির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে জানা যায়, এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভোপালের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওরে। এর কারণ বিষক্রিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেস।


নৈশ কারফিউ শুরু
কানাডার কুইবেক প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালে রোগীর চাপ কমাতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে উচ্চবিদ্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। কুইবেক সরকার স্থানীয় সময় শনিবার থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আরও ৪ সপ্তাহ রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারির আদেশ দিয়েছে। কারফিউ অমান্য করলে কমপক্ষে এক হাজার ডলার থেকে ছয় হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হবে। এই লকডাউন চলাকালে নিত্যপ্রয়োজনীয় ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকল রেস্তোঁরা, জিম এবং থিয়েটারও বন্ধ থাকবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ