Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক পোশাকে ১০০ দিন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

একটি নির্দিষ্ট বয়সের পর যথাসম্ভব ছিমছাম থাকাই ভালো। নিত্যনতুন পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাটা মানায় না। সেই চিন্তা থেকেই মার্কিন ধর্মযাজকের নাম সারা রবিন্স কোল একটি বিশেষ কালো পোশাক পড়ে ১০০ দিন কাটালেন। সম্প্রতি পঞ্চাষোর্ধ্ব এই নারীর সেই চ্যালেঞ্জের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সারার এই চ্যালেঞ্জ শুরু হয়েছিল পোশাক-প্রস্তুতকারী সংস্থা উল্যান্ডের হাত ধরে। এই সংস্থা একটি নির্দিষ্ট ছিমছাম কালো ড্রেস তৈরি করে এবং নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই চ্যালেঞ্জের কথা ঘোষণা করে। যারা এই চ্যালেঞ্জ গ্রহণ করার লক্ষ্যে এগিয়ে এসেছিলেন, তাদেরই মধ্যে অন্যতম হলেন সারা। উল্যান্ড জানিয়েছে যে তারা একটা বিশেষ উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। কত অল্প ব্সনে সন্তুষ্ট থাকা যায়, বিশ্বের কাছে সেটাই প্রমাণ করার চেষ্টা করেছিল সংস্থাটি। তাদের সেই লক্ষ্য সারার মাধ্যমে সফল হয়েছে। সারা এ প্রসঙ্গে জানান, খুবই সাধাসিধেভাবে তার ছোটবেলা কেটেছে। তাই একটানা ১০০ দিন এক পোশাকে কাটাতে তার বিন্দুমাত্রও অসুবিধা হয়নি। পাশাপাশি সারা এটাও জানিয়েছেন যে এবার থেকে আরো বেশি করে তিনি ওয়ার্ড্রোব এবং জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস ছেঁটে ফেলবেন। সূত্র : ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ