Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের ভালোবাসার মাধ্যমে পৌর নির্বাচনে নৌকার বিজয় হবে- আবুল কালাম আজাদ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৮:৪৫ পিএম

নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি আবুল এ্যাড. আবুল কালাম আজাদ বলেছেন,‘আগামী ১৬ তারিখে মানুষের ভালোবাসার মাধ্যমে পৌর নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই পৌরসভার মানুষ সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবে।’

শনিবার (০৯ জানুয়ারি) রাতে গোপালপুর পৌর সভা নির্বাচন উপলক্ষে কেশবপুর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সকল কথা বলেন। তিনি আরো বলেন,‘ উপজেলা আওয়ামীলীগ বর্তমান একাট্টা হয়ে মাঠে নেমেছে নৌকার বিজয় এবার হবেই।’

সভায় কেশবপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার, আমজাদ হোসেন, গোপালপুর পৌর আ.লীগের সভাপতি ও নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি, বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সিলভিয়া পারভীন লেনি।

এসময় আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ