Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় পাকিস্তান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০৬ পিএম

অতীত ইতিহাস ভুলে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরুর আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ইতোমধ্যেই বাংলাদেশিদের জন্য সবধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসলামাবাদ, বিনিময়ে বাংলাদেশের কাছ থেকেও একই সুবিধা চায় তারা।

গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ দাবি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকি। খবর আল জাজিরার।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, সকল পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে রাজি হয়েছে দুই পক্ষ।

বৈঠক শেষে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশের বিধিনিষেধ এখনও বহাল রয়েছে। একারণে আমি পররাষ্ট্রমন্ত্রীকে (শাহরিয়ার আলম) জানিয়েছি, আমাদের পক্ষ থেকে এরই মধ্যে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

১৯৭১ সালে টানা নয় মাস পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ শেষে জয়লাভ করে তৎকালীন পূর্ব পাকিস্তান, জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম নতুন রাষ্ট্র বাংলাদেশ। এতে সহযোগিতা করেছিল পাকিস্তানের চিরশত্রু ভারত। শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল। ২০০৯ সালে বাংলাদেশ একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চালু করলে বিরোধ আরও তীব্র হয়।

তবে আল জাজিরার বিশ্লেষকরা বলছেন, অভিন্ন নদীর পানি ভাগাভাগি, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের মতো বিষয়গুলোতে ভারতের ‘পক্ষপাতদুষ্ট মনোভাব’-এর কারণে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ।

সূত্র: আল জাজিরা, আনাদোলু



 

Show all comments
  • Toimur Mahmud Sohag ৯ জানুয়ারি, ২০২১, ৪:৩১ পিএম says : 0
    যাওয়ার ইচ্ছে আছে খুব আল্লাহ যেনো কবুল করেন
    Total Reply(0) Reply
  • Md Junaid Junaid ৯ জানুয়ারি, ২০২১, ৪:৩১ পিএম says : 0
    ভারতের তুলনায় পাকিস্তান অনেক ভালো
    Total Reply(0) Reply
  • Md Nazim Uddin ৯ জানুয়ারি, ২০২১, ৪:৩১ পিএম says : 0
    পাকিস্তানের জনগণ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এটা আমার দেখা
    Total Reply(0) Reply
  • Muhammad Sojan Ahamed ৯ জানুয়ারি, ২০২১, ৪:৩২ পিএম says : 0
    পাকিস্থান বা চীন থেকে আমরা পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তি গ্রহণ করতে পারি।
    Total Reply(0) Reply
  • Md. Abid Hasan Niloy ৯ জানুয়ারি, ২০২১, ৪:৩২ পিএম says : 0
    এটা বাংলাদেশের কাছে না চেয়ে ভারতের কাছে চাও।বাংলাদেশে চলে দ্বৈত শাসন। ভারত না চাইলে বাংলাদেশ কিছুই করতে পারবে না
    Total Reply(0) Reply
  • Shoyeb Khan ৯ জানুয়ারি, ২০২১, ৪:৩২ পিএম says : 0
    ভারত যখন এনআরসি সিএএর মাধ্যমে কোটি কোটি ভারতীয় মুসলিম বাংলাদেশকে পুস করবে, তখন এই পাকিস্তানই চীনকে নিয়ে স্বক্রিয় ভাবে বাংলাদেশের পাশে থাকবে। ১০ লক্ষ রোহিঙ্গাদের মাঝে ১ লক্ষ রোহিঙ্গার জন্য তো ভাসান চর ছেড়ে দিলাম। এখন, সামনে কি ভারতীয় কোটি কোটি মুসলিমের জন্য ঘর বাড়ি ছেড়ে দিবো!!!!
    Total Reply(0) Reply
  • আরিফ হাসান ৯ জানুয়ারি, ২০২১, ৪:৩৩ পিএম says : 0
    ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সাথেই আমাদের যাওয়া উচিত। ভারত স্বার্থ ছাড়া এক পা ও যায়না । বাংলাদেশ ভারত থেকে আজ পর্যন্ত কিছুই পাইনি।
    Total Reply(0) Reply
  • Refaat Mridha ৯ জানুয়ারি, ২০২১, ৭:২১ পিএম says : 0
    সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সবার এক হ‌ওয়া দরকার। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বানিজ্য অনেক উন্নত হবে বলে আমি মনে করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ