Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের আঘাতে মায়ের মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নওগাঁর সাপাহার উপজেলা সদরের মানিকুড়া গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা শাহনাজ বেগম (৪৫) ও ছেলে আরিফ (২৪)-এর মধ্যে এনজিও’র কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক ছেলে তার মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মায়ের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে এনজিওর কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে মা শাহনাজ বেগম (৪৫) ও ছেলে আরিফ হোসেন (২৪) এর মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়। এর এক পর্যায়ে ঘাতক ছেলে আরিফ তার মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় ঘটনা স্থলেই মা শাহনাজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে ওই গ্রামের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকগণ তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।এ বিষয়ে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। নিহত শাহনাজ বেগম মানকিুড়া গ্রামের মৃত অছির উদ্দীনের মেয়ে। পাশের তাজপুর গ্রামে তার বিয়ে হলে ছেলে আরিফসহ একটি মেয়ের জন্ম হওয়ার পর সে তালাকপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছেলে আরিফকে নিয়ে আলাদাভাবে বসবাস করে আসছিল বলে ওই গ্রামবাসী জানিয়েছেন।

এছাড়া মায়ের ঘাতক আরিফ জন্ম থেকেই অনেকটা মানসিক ভারসম্যহীন ছিল বলেও গ্রামবাসী জানিয়েছেন।



 

Show all comments
  • Kazi Md. Jamal Uddin ৯ জানুয়ারি, ২০২১, ২:২০ পিএম says : 0
    Ja tar jormodata maka khun korta para tar fachi howa uchit
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়ের-মৃত্যু

৯ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ