বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ল²ীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজে প্রভাষক পদে মেধা তালিকায় উত্তীর্ণ ও সুপারিশ কমিটির বাছাইকৃত ছয় প্রার্থীকে কেন নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১১ আগস্ট রুল জারি করেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার ইসমাইল হোসেন। বাছাইকৃত ছয়জন হলেন-মো. আবদুল বাতেন (সমাজকর্ম), মো. মাহবুবর রহমান (ব্যবস্থাপনা), হাবিবুল বাশার (হিসাববিজ্ঞান), ফাতেমা পারভিন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), আবদুর রহমান (সমাজবিজ্ঞান) ও জসীম উদ্দিন (ইংরেজি)। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউসি), ল²ীপুর জেলা শিক্ষা কর্মকর্তা, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, হাজিরহাট উপকূল কলেজ গভর্নিং বডির সভাপতিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মামলার নথি থেকে জানা গেছে, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে শূন্যপদে বাংলা ও অর্থনীতি এবং স্নাতক শ্রেণির জন্য সৃষ্টপদে ইংরেজি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদের জন্য প্রতিটিতে সর্বনিম্ন তিনজন বা ততোধিক প্রার্থী গত বছরের ১২ অক্টোবর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। প্রার্থীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করা হয়। নিয়োগ পরীক্ষায় প্রভাষক পদে বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অধিকারীদের নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ-সংশ্লিষ্টরা সর্বসম্মত সিদ্ধান্ত ও সুপারিশ করেন। কলেজ কৃর্তপক্ষ কেবল উচ্চ মাধ্যমিক স্তরের শূন্যপদে বাংলা ও অর্থনীতি বিষয়ে প্রভাষক পদে দুজনকে নিয়োগ দেন। পরবর্তীতে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীরা আদালতে রিট আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।