Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিশু কন্যাসহ পিতা নিহত

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার আড়পাড়া কলেজের সামনে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস (৩৫) এবং ও তার মেয়ে তৃষা বিশ্বাস (৬) নিহত হয়েছে। এ সময় মারাত্মক আহত মা তৃপ্তি রানী বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শালিখা থানার ওসি মো: রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে যশোরের নাভারন থেকে মোটর সাইকেলযোগে সঞ্জয় বিশ্বাস স্ত্রী তৃপ্তি ও শিশু কন্যা তৃষা মাগুরার শালিখা উপজেলার তালখড়ি শ্বশুরবাড়িতে যাওয়ার পথে আড়পাড়া কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে সঞ্জয় বিশ্বাস এবং মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুকন্যা তৃষা মারা যায়। মা তৃপ্তি বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিশু কন্যাসহ পিতা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ