Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সময় লাগবে ভ্যাকসিন আসতে : সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ভারত থেকে ভ্যাকসিন আসতে সময় লাগবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, সরকার এবং অনেক প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় জড়িত। তাই ভ্যাকসিন আসতে কিছুটা সময় লাগতে পারে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, এটি খুবই স্পর্শকাতর বিষয়, অন্য পণ্যের মতো নয়। এমনকি কী পরিমাণ ভ্যাকসিন আসবে সেটাও নিশ্চিত নয়। তবে বাংলাদেশে ভ্যাকসিন আসতে কোনও বাধা বা নিষেধাজ্ঞা নেই।

এর আগে সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই দুই দেশ একসঙ্গে কাজ করছে।

তিনি জানান, বাংলাদেশ সরকারের জি টু জি এবং উন্মুক্ত দর পদ্ধতির মাধ্যমে ভারত থেকে চাল আমদানি প্রক্রিয়া অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ভারতের ভেতর অগ্রাধিকার ভিত্তিতে পোর্টের সব সুবিধা দেয়ার প্রতিশ্রæতি দেন তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ