Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুষারপাতে ভারতীয় সেনাসহ নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম


কাশ্মীরে ভয়াবহ তুষারপাতে এক সেনাসদস্য এবং এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভারী তুষারপাতে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপ্রয়োজনে কাউকে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। জানা গেছে, শ্রীনগরে বুধবার ঘরের চালে বরফের স্ত‚প জমে তা ভেঙে পড়লে এইচসি মুরমু নামে ভারতীয় আধা-সামরিক সেনা কর্মকর্তা নিহত হন। এছাড়া কাশ্মীরে কুপওয়ারা জেলায় ৭২ বছর বয়সী রানি বেগম নামে এক বৃদ্ধা বরফচাপা পড়ে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, গত শনিবার রাত থেকে কাশ্মীরে ভয়াবহ তুষারপাত শুরু হয়। বরফচাপায় ৭০টিরও বেশি ঘরের চাল ভেঙে গেছে। এতে অনেকেই আহত হয়েছেন। দ্য হিন্দু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ