Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিল কাপুর টাইগার শ্রফ-দিশা পাটানি রোমান্স নিশ্চিত করলেন?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

দীর্ঘদিন ধরেই গুজব চলছে টাইগার শ্রফ আর দিশা পাটানি প্রেম করছেন। তাদের গেল কয়েকবছর ধরে বিমান বন্দরে আর বিভিন্ন স্পটে একসঙ্গে অনেকবার দেখা গেছে। কিন্তু তারা তাদের সম্পর্কের বিষয়টি কখনও স্বীকার করেননি। তবে সম্প্রতি কপিল শর্মার চ্যাট শোতে অভিনেতা অনিল কাপুর বলিউডের দুই নবীন তারকার সম্পর্কের বিষয়ে আভাস দিয়েছেন। নিলকে জিজ্ঞাসা করা হয় বলিউডের কোন অভিনেতার ডায়েট তিনি কেড়ে নিতে চান, তিনি জানান টাইগার কী খায় তা তিনি জানতে চান। একই সঙ্গে তিনি বলেন এখনও তার সঙ্গে কোনও ফিল।মে অভিনয় করেননি তবে তার প্রেমিকা দিশা পাটানির সঙ্গে তিনি ‘মালাঙ’ ফিল্মে কাজ করেছেন। দিশা আর টাইগার এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে সামাজিক মাধ্যমে তারা পরস্পরের প্রতি আকর্ষণ লুকাননি এবং একসঙ্গে সময় কাটান, প্রকাশ্যে ঘোরাঘুরি করেন। তারা দুজন একসঙ্গে ‘বাগি টু’তে কাজ করছেন। ফিল্মটি গড় সাফল্য পেলেও দুই অভিনয়শিল্পীর কেমিস্ট্রি সবার পছন্দ হয়েছে। দিশাকে আগামীতে প্রভু দেবা পরিচালিত ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ফিল্মে সালমান খানের বিপরীতে দেখা যাবে: এতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ এবং রণদীপ হুদা। এছাড়া তাকে দেখা যাবে মোহিত সুরি’র ‘এক ভিলেন’ ফিল্মে জন এব্রাহাম এবং তারা সুতারিয়ার সঙ্গে। পাশাপাশি টাইগারের হাতে আছে ‘হিরোপান্তি টু’ এবং ‘গণপত’ ফিল্ম দুটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ