Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে জন্য ‘থর টু’ পরিচালনা ছেড়েছিলেন প্যাটি জেনকিন্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

‘ওয়ান্ডার ওম্যান’ পরিচালক প্যাটি জেনকিন্স ‘থর টু’ পরিচালনা ছাড়বার ব্যাপারে মুখ খুলেছেন। ‘থর : দ্য ডার্ক ওয়ার্ল্ড’ নামে২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি পরে পরিচালনা করেন অ্যালান টেইলর। ফিল্মটি ব্যাপকভাবে সমালোচিত হয়। জেনকিন্স (৪৯) পরিচালিত ‘ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটি ফোর’ বড়দিনে মুক্তি পেয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি মার্ক ম্যারনকে তার ‘ডব্লিউটিএফ’ পডকাস্টে মারভেল স্টুডিওসের ‘থর’ দ্বিতীয় ছাড়বার বিষয়ে কথা বলেছেন। “সবাই জানতে পারে আমি একটি সুপারহিরো ফিল্ম পরিচালনা করব, মারভেলের হয়ে। এমন একটি ফিল্ম যেটির জন্য নারীর কোনও প্রয়োজন নেই সেটি নির্মাণে তারা আমাকে নিয়োগ করে। আমাদের চুক্তি চূড়ান্ত না হলেও আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি এমন একটি কাহিনী চাইছিলাম যেটি সাফল্য পাবে না।আমি থাকলে যা ঘটেছে তা ঘটত না। অন্য কাউকে দিয়ে কাজ করালে খুব বড় কিছু হত না। তবে আমি জানতাম তারা যেমনটি চাইছে সে রকম দিয়ে আমি খুব ভাল চলচ্চিত্র নির্মাণ করতে পারতামই না,” জেনকিন্স বলেন। যদি সায় দিতেন তাহলে জেনকিন্সই হতেন এমন বিশাল বাজেটে নির্মাণের জন্য প্রথম পরিচালক। তবে তিনি বুঝতে পেরেছিলেন ফিল্মটি সাফল্য না পেলে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের জন্য তার সম্ভাবনা বিলীন হবে। ২০০৩ সালের ‘মনস্টার’ ফিল্মের সাফল্যের পরই তিনি ‘ওয়ান্ডার ওম্যান’ পরিচালনায় চুক্তিবদ্ধ হন। তিনি ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ পরিচালনায় ফিরবেন, এছাড়া পরিচালনা করবেন ‘স্টার ওয়ার্স : রোগ স্কোয়াড্রন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যাটি-জেনকিন্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ