Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি পদে থাকার অধিকার হারিয়েছে : বাম জোট

ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দুর্নীতি ও লুটপাটের জন্য নির্বাচন কমিশন (ইসি) তার নৈতিক অধিকার হারিয়েছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। গতকাল নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরে সামনে পুলিশের বাধা পেয়ে সেখানেই সমাবেশে দেয়া বক্তব্যে তারা এ অভিযোগ করেন।
জোটের সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, হুদা কমিশন দিনের ভোট রাতে আয়োজন করে, ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করে এই সরকারকে আবারও ক্ষমতায় এনেছে। জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করে নির্বাচন কমিশন এখনও লজ্জাহীন ভাবে তাদের পদ আঁকড়ে ধরে বসে আছে। এই নির্বাচন কমিশন তাদের পদে থাকার সমস্ত অধিকার হারিয়েছে। তাদের অবিলম্বে পদদ্যাগ করতে হবে।
গত বছরের ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ৪২ জন নাগরিক।
ওই প্রসঙ্গ টেনে ক্বাফি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আহবান জানাই, আপনি আপনার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই নির্বাচন কমিশনের ভোট ডাকাতি আর তাদের দুর্নীতির তদন্ত করুন।
ইউনাইটেড কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য আহসান হাবিব লাবলুও সমাবেশে বক্তব্য দেন।
আহসান হাবিব লাবলু অভিযোগ করে বলেন, এই নির্বাচন কমিশন এখন আর রাষ্ট্রের অধীনে নাই, তারা কতিপয় গুন্ডাপান্ডাদের অধীনে চলে গেছে। তাদের ধরিয়ে দেওয়া তালিকা দেখেই নির্বাচন কমিশন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করছে।
‘ভোট ডাকাতির নির্বাচনে’ বাম জোট কেন অংশ নিয়েছিল তার ব্যাখ্যায় লাবলু বলেন, বামপন্থিরা নির্বাচনে কেন অংশ নিয়েছিল.. এট আপনারা আমাদের দুর্বলতা ভাববেন না। গণতন্ত্রের পথ যেন অবরুদ্ধ হয়ে না যায়, সেজন্য আমরা জনগণকে নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম।
বাম নেতা নজরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ভেবেছে, তারা আজীবন ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু তা নয়। জনগণ গলায় গামছা দিয়ে তাদের রাজপথে নামিয়ে নিয়ে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ