পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি গ্রামে একটি বৌভাতের অনুষ্ঠানে খাবারে গোশত কম দেয়াকে নিয়ে সংঘর্ষে বরের চাচা নিহত হয়। এ ঘটনায় কনেপক্ষের নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পরে নিহত আজহার মীরের পুত্র সুরুজ মীর বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। আটক নয়জনকে গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলার দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের পুত্র সজীব মীরের সাথে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের কন্যা রুনা আক্তারের বিয়ে হয়। গত মঙ্গলবার সন্ধ্যার পরে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে আসেন কনের বাড়ির আত্মীয়রা। একপর্যায়ে খাবারে গোশত কম দেয়াকে কেন্দ্র করে কনেপক্ষের সাথে বরপক্ষের স্বজনদের কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এসময় বরের আপন চাচা আজহার মীর (৬৫) ঘটনাস্থলেই নিহত ও উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।