প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় পাজল খেলনা রুবিক্স কিউব নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা চলছে। হাইড পার্ক এন্টারটেইনমেন্ট এবং এন্ডেভার কনটেন্ট ফিল্মটি প্রযোজনা করবে। হাইড পার্ক এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী অশোক অমৃতরাজ এক বিবৃতিতে বলেছেন : “ভারতে আমার শৈশবে রুবিক্স কিউব নিয়ে স্মৃতি আছে। এন্ডেভার কন্টেন্ট এবং রুবিক্স/স্মাইলির সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। জটিল রুবিক্স ইউনিভার্স সৃষ্টির প্রতীক্ষায় আছি।” এন্ডেভার কনটেন্টের কো-প্রেসিডেন্ট গ্র্যাহাম টেইলর এবং ক্রিস রাইস এক যৌথ বিবৃতিতে বলেছেন, “রুবিক্স কিউব আইকনিক এবং পরিবারের সবার উপযোগী একটি ব্র্যান্ড। আমরা টিভি, চলচ্চিত্র এবং গেইম শোর জন্য এই বিষয়বস্তু নিয়ে নির্মাণ করব।” ১৯৭০-এর দশকে হাঙ্গেরীয় স্থপতি এর্নো রুবিক (ছবি) এই পাজল কিউব উদ্ভাবন করেন। এই ঘনাকার খেলনাটিতে ২৬টি ঘনক থাকে যার ছয় রঙে ৫৪টি বর্গাকার পৃষ্ঠতল থাকে, ছয়টি দিকের প্রতিটি স্বল্পতম সময়ে এক এক রঙে মেলানোই খেলার লক্ষ্য। রুবিক্স কিউব নিয়ে ফিল্মটির প্লটের কোনও ধারণা পাওয়া যায়নি। ঠিক যেমনটি ঘটেছিল ‘দ্য লেগো মুভি’র ক্ষেত্রে। কিন্তু ফিল লর্ড আর ক্রিস্টোফার মিলারের কাহিনীকার-পরিচালক দলে প্রমাণ করেছিলেন এমন বিচিত্র বিষয় নিয়েও ফিল্ম সম্ভব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।