Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলকিত সম্রাটকে কীর্তি খারবান্দা : আই লাভ ইউ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

কথিত প্রেমিক পুলকিত সম্রাট তার পরিবার এবং প্রেমিকা কীর্তি খারবান্দার ছবি ইনস্টাগ্রামের পোস্ট করে প্রেমিকার উদ্দেশে একটি রোমান্টিক ক্যাপশন জুড়ে দিয়েছেন। পুলকিত ক্যাপশনে লিখেছেন : “#২০২১ সালে আমার আধুনিক পরিবার! আমরা ভালবাসি। ঝগড়া করি। পরস্পরের জন্য যুদ্ধ করি। আমরা একসঙ্গে হাসি। পরস্পরের উদ্দেশে হাসি। আমরা সাফল্য উদযাপন করি আর ব্যর্থতার ভার ভাগাভাগি করে নিই। সব শেষে আমরা সবাই ‘আমরা’ হয়ে থাকি, আর সেটাই আসল।” কমেন্ট অংশে কীর্তি হার্ট ইমোজির সঙ্গে লিখেছেন : “আই লাভ ইউ।” পুলকিত আর কীর্তি জুটি হয়ে বিজয় নামবিয়ারের ‘তায়শ’ ফিল্মে কাজ করেছেন। কীর্তিকে আগামীতে বিক্রান্ত মাসসির বিপরীতে ‘১৪ ফেরে’ দেখা যাবে। দেবাংশু সিং পরিচালিত সামাজিক কমেডি ফিল্মটি ৯ জুলাই মুক্তি পাবে। এদিকে পুলকিত ধিরাজ কুমারের পরিচালনায় ড্রামা ফিল্ম ‘সুস্বাগতম খুশআমদেদ’ ফিল্মের শুটিংয়ে অংশ নেবার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি তিনি রানা দাগ্গুবাতির সহাভিনয়ে ‘হাতি মেরে সাথি’, ‘ফুকরে থ্রি’ এবং ‘বুলবুল ম্যারেজ হল’-এর মুক্তির প্রতীক্ষায় আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আই-লাভ-ইউ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ