Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

পদক চুরি করে 

ব্রিটেনের বাকিংহাম রাজপ্রাসাদে কাজ করতেন অ্যাডামো কান্টো (৩৭)। স¤প্রতি রাজপ্রাসাদের নিজস্ব ছবির অ্যালবাম ও পদক চুরির অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাণী দ্বিতীয় এলিজাবেথের বাসভবনের কর্মী ছিলেন কান্টো। তার চুরি করা দ্রব্যসামগ্রীর মধ্যে আছে পদক, ডিউক ও ডাচেস অব ক্যাম্বব্রিজের স্বাক্ষর করা ছবি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের ছবির অ্যালবাম। অ্যাডামো কান্টোকে ৮ মাসের জেল দেয়া হয়েছে। কান্টোর চুরি করা দ্রব্যসামগ্রীর কয়েকটি ১০ হাজার পাউন্ড থেকে ১ লাখ পাউন্ড ম‚ল্যে বিক্রির জন্য ইবে-তে তালিকাভুক্ত হয়েছে। বিবিসি।


চীনের ৮ অ্যাপ
চীনের আটটি অ্যাপের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে জনপ্রিয় অ্যাপ আলিপে, কিউ কিউ ওয়ালেট এবং উইচ্যাট পে’র মতো অ্যাপ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, ট্রাম্পের এই আদেশ কার্যকর হতে সময় নেবে ৪৫ দিন। আদেশে বলা হয়েছে, অ্যাপগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারীদের ট্র্যাক করতে এবং এ বিষয়ে গোপন তথ্যভান্ডার গড়ে তোলা হতে পারে এর মাধ্যমে। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে টেনসেন্ট কিউ কিউ, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ভিমেট এবং ডবিøউপিএস অফিসও। এখানে উল্লেখ্য, এসব নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার পর। বিবিসি।


স্বাগত জানাবে না
করোনা ভাইরাস সম্পর্কিত বিধিনিষেধের কারণে এই মুহ‚র্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবে না স্কটল্যান্ড। আর দশজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে যে নিয়ম, তার জন্যও তা প্রযোজ্য। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, স্কটল্যান্ডের মিডিয়ায় খবর রটেছে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের ২০ শে জানুয়ারি শপথ গ্রহণের সময় স্কটল্যান্ডে নিজের একটি গলফ কোর্স সফরের পরিকল্পনা করে থাকতে পারেন ট্রাম্প। সংবাদ সম্মেলনকালে নিকোলা স্টার্জেনকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন তিনি ওই মন্তব্য করেছেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ