বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলার পালট সংলগ্ন বিষখালী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বুধবার (৬জানুয়ারি) গভীর রজনীতে ওঁৎপেতে ২টি বলগেট ও ২ টি ড্রেজার মেশিন জব্দ করে। ৬ জনকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন মঙ্গলবার দিবাগত রাত ৭ টা থেকে গভীর রাত পর্যন্ত পুলিশের ফোর্স ছাড়াই বিশখালী নদীর তীরবর্তী সংলগ্ন জংগলে ওঁতপেতে থেকে রাতে উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের দক্ষিন পালট সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৬ জন বালু শ্রমিককে আটক করেন। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন উপজেলা আরুয়া গ্রামের ওহেদ শিকদার পুত্র অলিউর রহমান(৩৫)ও পিরোজপুর, জেলার স্বরূপকাঠির মৃত আজাহার ডুবি এর পুত্র আঃরশিদ (৪০)কে একলক্ষ টাকা,অপর ৪ জন যথাক্রমে জাহিদ হাসান(৩৫)পিতাঃ আঃমালেক হাওলাদার
কৃঞ্চকাঠি,ঝালকাঠি সদর ফয়জুল হক (৩৪)পিতাঃনুরুল ইসলাম নিয়ামতি, বাখের গঞ্জ রফিকুল ইসলাম (২১)পিতাঃহানিফ
ডুবি,স্বরুপকাঠি,পিরোজপুর,রাহাত(২৫)পিতাঃআঃরাজ্জাক, ছোট বিগাই,পটুয়াখালী কে একলক্ষ টাকা সহ মোট ২ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জব্দকৃত ২ টি বালু উত্তোলনের ড্রেজার ও ২ টি বালু বহনকারী ভলগেট আংশিক ধ্বংস করে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।