বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঋণ খেলাপির দায়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র যাচাই বাছাইয় শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ ফয়জুল ইসলাম টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ কাজী ফকরুল আলমের মানোনয়নপত্র ঋন খেলাপীর দায়ে বাতিল করেন।
ওই কর্মকর্তা জানান, কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ কাজী ফকরুল আলম ব্র্যাংক ব্যাংক গোপালগঞ্জ এসএমই কৃষি শাখা থেকে ঋন নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লিটা ফার্মেসী খুলে ঔষুধের ব্যবসা করে আসছিলেন। ইতিমধ্যে ওই ঋনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ঋন খেলাপী হয়ে তিনি টুঙ্গিপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বীতা করতে মানোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই-বাছাইতে ঋন খেলাপী হিসেবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ কাজী ফকরুল আলম বলেন, প্রার্থীতা ফিরে পেতে আমি আপিল করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।