Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় চলচ্চিত্র আমদানির বিরুদ্ধে পরিচালক সমিতির মানববন্ধন

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আমদানি-রফতানির নামে প্রতারণার আশ্রয় নিয়ে ভারতীয় চলচ্চিত্র আমদানির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক সমিতির ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, সহসভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য, চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, একতরফাভাবে ভারতীয় চলচ্চিত্র আমদানি করে একটি মহল এদেশের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে। যেকোনো মূল্যে তাদের এ চক্রান্ত চলচ্চিত্র ঐক্যজোট প্রতিহত করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় চলচ্চিত্র আমদানির বিরুদ্ধে পরিচালক সমিতির মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ