Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মেসিদের অনুশীলনই বন্ধ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

লা লিগায় খুব একটা ভালো অবস্থানে নেই বার্সেলোনা। তবে প্রতিপক্ষের মাঠে টানা দুই জয় তুলে নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিলেন কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু করোনাভাইরাস আবারও বাগড়া দিল। হুয়েস্কার বিপক্ষে জয়ের পর আজ রাতের অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ম্যাচকে ঘিরে প্রস্তুত হচ্ছিল বার্সেলোনা। কিন্তু করোনার কারণে বন্ধ হলো অনুশীলন।
বার্সেলোনার কোচিং স্টাফের দুইজনের দুজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাই ম্যাচের আগের দিন অর্থাৎ গতকালের অনুশীলন স্থগিত করা হয়েছে। বিলবাওর বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে বার্সেলোনার সব খেলোয়াড় ও কোচিং স্টাফের পুনরায় করোনা পরীক্ষা করা হবে। রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে বার্সা। বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, ‘আজ (সোমবার) পিসিআর টেস্টে ম‚ল দলের দুজন স্টাফের নমুনা কোভিড-১৯ পজিটিভ এসেছে।’
‘এ ব্যাপারে ক্রীড়া ও স্বাস্থ্য-সম্পর্কিত যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে লা লিগার নিয়ম মেনে পুরো দলের পিসিআর পরীক্ষা করা হবে। এর ফলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টার অনুশীলন স্থগিত করা হয়েছে।’
আর এ কারণে দলের অনুশীলন বন্ধ করা হয়েছে বলে নিজেদের বিবৃতিতে আরও জানিয়েছে ক্লাবটি, ‘এ কারণে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টার অনুশীলন স্থগিত করা হয়েছে। অ্যাথলেটিক ক্লাব ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের আগের নির্ধারিত অনুশীলনের নতুন সময় এবং সে অনুযায়ী সংবাদ সম্মেলনের স‚চি আগামীকাল (আজ) জানিয়ে দেওয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ