বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১জনের সিলেট বিভাগে । এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৬ জন। এরমধ্যে সিলেট ২০২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারের ২২ জন। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্যানুয়াযী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছে ২২ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ১৮ এবং সুনামগঞ্জের ৫ জন। সব মিলিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন সিলেট ৮ হাজার ৮০৫ , সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫ , হবিগঞ্জে ১৬০২ এবং মৌলভীবাজারের ১৭৪১ জন। একই সময়ে আরও ২৭ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৭২ জন। এরমধ্যে সিলেট ৯ হাজার ২০১, সুনামগঞ্জে ২ হাজার ৫১৮, হবিগঞ্জে ১ হাজার ৯৬৪ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৮৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭১ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে। অন্যদিকে গত ১০ মার্চ থেকে মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ২২ হাজার ৮৪৬ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ২২ হাজার ২৭৫ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে সিলেট বিভাগে ৫৭১ জন আছেন হোম কোয়ারেন্টাইনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।