বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে লাইসেন্স না থাকায় চার অবৈধ করাতকল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার হাটুভাঙ্গা বাজারে অভিযাকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
দীর্ঘদিন ধরে হাটুভাঙ্গা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্স ছাড়া করাতকল মালিকরা কাঠ চিরাইয়ের কাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে হাটুভাঙ্গা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে হাটুভাঙ্গা এলাকার করাত কল ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, মো. হানিফ, মো. শামসুল আলম ও মো. জুলহাস মিয়ার নিকট থেকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এধরনের অভিযান চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।