Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে মানববন্ধন

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে আগামী ৭ দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। আয়োজিত মানববন্ধন-সমাবেশে সাভার-আশুলিয়া, ধামরাই ও সাটুরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও  সদস্যসহ এসব এলাকায় কর্মরত সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ধামরাই  দিঘলগ্রামের শোলাবাড়ী এলাকায় বাল্য বিবাহের তথ্য সংগ্রহ করতে গেলে বর ও কনের পক্ষের লোকজন সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ তিন সাংবাদিক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় সাধারণ সম্পাদক বাবুল হোসেনের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধামরাইয়ে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ